প্রচ্ছদ ›› বাণিজ্য

তিনটি বাদে সব খাতেই দরপতন

নিজস্ব প্রতিবেদক
০৬ মার্চ ২০২২ ১১:৪৭:১৭ | আপডেট: ৩ years আগে
তিনটি বাদে সব খাতেই দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার লেনদেনের শুরুতে তিনটি সূচকেরই পতন হয়েছে। এদিন মিউচ্যুয়াল ফান্ড, খাদ্য ও প্রিন্টিং খাত বাদে সব সেক্টরেরই দরপতন হয়েছে ৫০ শতাংশের বেশি কোম্পানির।

লেনদেন শুরুর পৌনে ২ ঘণ্টার মাথায় দেখা যায়, টেক্সটাইল খাতে ৩৩ শতাংশ, প্রকৌশলে ৪৫ শতাংশ, ফার্মাসিউটিক্যালস খাতে ৪১ শতাংশ কোম্পানির দাম বেড়েছে।

তবে, মিউচ্যুয়াল ফান্ড শতভাগ, খাদ্যে ৭১ শতাংশ এবং পেপার ও প্রিন্টিং খাতের কোম্পানিগুলোর দর বেড়েছে ৮৩ শতাংশ।

এ সময়ে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ৬৭৮ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৪৪০ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ৪৪৯ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হয়েছে ১৭২ কোটি টাকার শেয়ার ও ইউনিট।