ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতাশূন্য হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য ছুঁয়েছে সার্কিট ব্রেকারে।
কোম্পানিগুলো হলো- এসিআই ফরমুলেশন, বঙ্গজ ও এনভয় টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্র জানায়, বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এসিআই ফরমুলেশনসের স্ক্রিনে ২২ লাখ ৩৩ হাজার ৭২৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
বঙ্গজের স্ক্রিনে ১ লাখ ২১ হাজার ৬০৭টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর ছিল শূন্য। এ সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে।
আজ এনভয় টেক্সটাইলের শেয়ারও বিক্রেতাশূন্য হয়ে যায় লেনদেনের দেড় ঘণ্টার মাথায়।