গত তিন বছরের লোকসান কাটিয়ে দেশের শীর্ষ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড ২০২২ সালে লাভে ফিরেছে।
কোম্পানির আর্থিক বিবরণী অনুসারে, ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানটি গত বছর ১৭ কোটি ২১ লাখ টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছরে ১২৩ কোটি টাকা লোকসান করেছিল।
শীর্ষস্থানীয় এ প্রতিষ্ঠানিটি ২০১৯ সাল থেকে ধারাবাহিকভাবে লোকসানে ছিল। ২০২০ সালে কোম্পানিটির লোকসান ছিল ৬৭ কোটি টাকা এবং ২০১৯ সালে ৬২ কোটি ৫১ টাকা লোকসান করেছিল।
বিকাশের কর্পোরেট কমিউনিকেশনের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম দ্য বিজনেস পোস্টকে বলেন, ‘আমরা সাম্প্রতিক বছরগুলোতে কৌশলগত বিনিয়োগ থেকে সুফল পেতে শুরু করেছি। প্রযুক্তি ভিত্তিক সংস্থাগুলোকে পণ্য বৈচিত্র্যের জন্য প্রচুর বিনিয়োগ করতে হয় এবং বিকাশ তা করেছে। সেই বিনিয়োগের সুফল এখন আমরা পাচ্ছি।’
তিনি বলেন, ‘আসন্ন বছরগুলোতে আমাদের গ্রাহক বৃদ্ধি পাচ্ছে। আমরা আরও বেশি রিটার্ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।’
বিকাশ গত কয়েক বছর ধরে সারা দেশে প্রায় তিন লাখ এজেন্ট এবং তিন লাখ ব্যবসায়ীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে। এছাড়াও বর্তমানে বিকাশের প্রায় সাড়ে ৬ কোটি গ্রাহক রয়েছে।
২০১০ সালের পহেলা মার্চে গঠিত বিকাশ লিমিটেড ডিজিটাল আর্থিক লেনদেনকে শক্তিশালী করার জন্য দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পরিষেবা প্রদানকারীদের সাথে একীভূত হয়। তবে প্রতিষ্ঠানটির ৫১ শতাংশ মালিকানা রয়েছে ব্র্যাক ব্যাংকের।
ব্র্যাক ব্যাংকের আর্থিক অবস্থা
২০২২ সালে ব্র্যাক ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.০২ টাকা। যা আগের বছরে ছিল ৩.৬৫ টাকা।
২০২২ সালে ব্র্যাক ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত নেট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪০ টাকা ৮৬ পয়সা। যা আগের বছরে এর পরিমাণ ছিল ৩৮ টাকা ২১ পয়সা।