প্রচ্ছদ ›› বাণিজ্য

তৃতীয় প্রান্তিকেও বাংলালিংকের আয় বেড়েছে ১১ শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২২ ১৬:৫৪:২৯ | আপডেট: ২ years আগে
তৃতীয় প্রান্তিকেও বাংলালিংকের আয় বেড়েছে ১১ শতাংশের বেশি

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের আয় আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটির বেড়ে আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৯ কোটি টাকা।

বৃহস্পতিবার বাংলালিংকের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের সর্বশেষ প্রান্তিক ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

এর আগে বাংলালিংক চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করে। প্রান্তিক হিসাবে ইন্টারনেট ডেটা থেকে বাংলালিংকের আয় ২১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি ও এর ব্যবহারকারীর সংখ্যা ৬ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি এই ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে।

বাংলালিংকের চলমান ফোরজি সম্প্রসারণের ফলে সারা দেশে এর সর্বোচ্চ গতির নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা এর ফলে বাংলালিংকের ডিজিটাল সেবাও ব্যবহার করতে পারছেন।

গত ১০ মাসে ৩৪০০-এরও বেশি বেইজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। চলমান এ প্রচেষ্টার কারণে এর ফোরজি ব্যবহারকারীর সংখ্যা প্রান্তিক হিসাবে ৩১ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৫ কোটিতে।