পুঁজিবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) ও নয় মাসের (জুলাই, ২০২২-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের তৃতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.০২ টাকা। সে হিসেবে কোম্পানির আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১.৯৯ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৭৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭.৩৬ টাকা। সে হিসেবে কোম্পানির আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৫.৫৭ টাকা ।
এদিকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮.৭১ টাকা।
ইপিএস কমার কারণ হিসেবে কোম্পানিটি বলেছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের ফলে কোম্পানিটির ইপিএস কমেছে।