পুঁজিবাজারের তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (জানুয়ারি, ২৩ থেকে মার্চ, ২৩) সময়ের জন্য তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি, ২৩ - মার্চ, ২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৫ পয়সা।
অন্যদিকে, ৯ মাসে (জুলাই, ২২ - মার্চ, ২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৯ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে মোট মুনাফা বৃদ্ধি এবং কর্পোরেট ট্যাক্স হ্রাসের কারণে এর ইপিএস বেড়েছে।
৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ৪০ টাকা ৯০ পয়সা।