প্রচ্ছদ ›› বাণিজ্য

তৃতীয় প্রান্তিকে ১৩৮ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২১ ১৬:১৯:২৬ | আপডেট: ৩ years আগে
তৃতীয় প্রান্তিকে ১৩৮ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

২০২১ সালের তৃতীয় প্রান্তিকে আশাপ্রদ আর্থিক ফলাফল অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে এককভাবে (স্ট্যান্ডঅ্যালন) ১৩৮ কোটি টাকা কর পরবর্তী নিট মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক, যা পূর্ববতী বছরের একই সময়ের তুলনায় ৮% বেশি।

সাবসিডিয়ারিসহ সামষ্টিকভাবে (কন্সোলিডেটেড ভিত্তিতে) কর পরবর্তী নিট মুনাফা ১২৩ কোটি টাকা, পূর্ববতী বছরের একই সময়ের তুলনায় ১৪% কম।

সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে তৃতীয় প্রান্তিকের আার্থিক ফলাফল ঘোষণা করা হয়। স্থানীয় ও বিদেশী বিনিয়োগ বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার ও পূজিঁবাজার বিশেষজ্ঞবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন যা ব্যাংকের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড সিএফও এম. মাসুদ রানা এফসিএ, ডিএমডি অ্যান্ড সিওও মো: সাব্বির হোসেন, ডিএমডি অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ডিএমডি এন্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম এবং হেড অব ট্রেজারি এন্ড এফআই মো: শাহীন ইকবাল এবং হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভিন্ন সেগমেন্টের আর্থিক ফলাফল তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ প্রান্তিকের আর্থিক ফলাফল সম্পর্কে ব্র্যাক ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, ব্র্যাক ব্যাংক এর প্রধান প্রধান আর্থিক সূচকগুলো ব্যবসা স্বাভাবিকের দিকে ফিরে যাবার ও ব্যবসায় গতি আসতে শুরু করা ইঙ্গিত দিচ্ছে। এ প্রান্তিকে রিটেইল ব্যবসা অগ্রগামী ছিল, যার ফলে আমরা লোন ও অ্যাডভান্সে ৫% প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি। নন-ফান্ডেড আয়, নেট ইন্টারেস্ট আয় ও কাসা মিক্স আরও উন্নত হয়েছে, যা ব্যাংকের ব্যবসার জন্য শুভ বার্তা নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, আরওই, আরওএ ও সিএআর ব্যাংকের দৃঢ় অবস্থা ও আর্থিক স্থিতিশীলতার প্রমাণ দেয়, যা গ্রাহকদের আস্থা বাড়াবে। ব্যাংকিং খাতে অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং এজেন্সি - এসএন্ডপি - গত পাঁচ বছর যাবৎ ব্র্যাক ব্যাংক এর ক্রেডিট রেটিং ‘বি+’ বজায় রেখে আসছে। এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক পুরো ব্যাংকিং খাতে আলাদা অবস্থান প্রতিষ্ঠা করেছে এবং ব্যাংকের এর প্রকৃত শক্তিমত্তা ও সক্ষমতা বুঝতে পারা যায়।

ব্র্যাক ব্যাংক এর ওয়েবসাইটে ব্র্যাংকে তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী পাওয়া যাবে বলেও জানানো হয়।