প্রচ্ছদ ›› বাণিজ্য

থাইল্যান্ডে পুরস্কৃত নবীন নারী উদ্যোক্তা মানিয়া

নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৫:২৮ | আপডেট: ২ years আগে
থাইল্যান্ডে পুরস্কৃত নবীন নারী উদ্যোক্তা মানিয়া

বিদেশি পণ্য বাংলাদেশের বাজারে বিক্রিতে সেরা পুরস্কার পেলেন নারী উদ্যোক্তা নুসরাত শামস মানিয়া। থাইল্যান্ডের বিখ্যাত কসমেটিক্স ব্র্যান্ড সিকে টোয়েন্টি টোয়েন্টি’র (Ck2020) পণ্য বিক্রিতে ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডকে পেছনে ফেলে বাংলাদেশকে সামনে এগিয়ে দিয়েছেন মানিয়া। মূলত নারীদের প্রসাধনী সামগ্রী বিক্রি করেই নিজের ভাগ্য গড়েছেন এ নারী।

২০১৮ সালে অনলাইন মাধ্যমে পণ্য বিক্রি শুরু করে বর্তমানে তিনি স্টাইল ম্যানিয়া নামে পাঁচটি শো রুম স্থাপন করেছেন ঢাকা ও চট্টগ্রামে। বেস্ট সেলার পুরস্কার প্রাপ্তি নিজের এগিয়ে চলার স্বীকৃতি হিসেবেই দেখছেন। গত ১৮ জানুয়ারি থাইল্যান্ডে আমন্ত্রিত হয়ে পুরস্কারটি গ্রহণ করেন মানিয়া ও তার স্বামী রাকিব মেহেদী।

মানিয়া বলেন, ‘নারীদের কাছে তাদের প্রয়োজনীয় উন্নতমানের প্রসাধনী সামগ্রী পৌঁছে দিতেই অনলাইনে বিক্রি শুরু করেছিলাম। স্বামী-সংসার-সন্তানের পাশাপাশি নিজের প্রতিষ্ঠান নিয়ে এগিয়ে চলার পথ সহজ ছিল না। আমি পুরস্কারটি পেয়েছি মূলত আমার ক্রেতাদের কাছ থেকে বিপুল পরিমান ইতিবাচক সাড়া অর্জনের জন্য। কৃতজ্ঞতা তাদের প্রতি’।

তিনি জানান, বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশের এগিয়ে থাকায় নবীন উদ্যোক্তা হিসেবে তার এ অর্জন বিস্ময়কর বলে অভিহিত করেছেন ফ্যাশন ব্র্যান্ড সিকে টোয়েন্টি টোয়েন্ট ‘র মালিক মিসেস চারুওয়ান। মানিয়ার লক্ষ্য তরুণ প্রজন্মের কাছে এমনই সাফল্যের আরও উদাহরণ তৈরি করা। ক্রেতাদের জন্য ভবিষ্যতে আরও ভালো মানের পণ্য নিয়ে আসতে চান তিনি।