প্রচ্ছদ ›› বাণিজ্য

দরপতনের শীর্ষে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২২ ১৭:১৬:৩৭ | আপডেট: ৩ years আগে
দরপতনের শীর্ষে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড
(প্রতীকী ছবি)

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে ছিল আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এদিন ইউনিটটির দর ১০ পয়সা বা ১.২৩ শতাংশ কমেছে। আজ ইউনিটটির সর্বশেষ দর ছিল ৮ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসইএমএল এফবিএলএসএল লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ ইউনিটটির দর ৩০ পয়সা বা ২.৯৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

যমুনা ব্যাংক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৪০ পয়সা বা ১.৮০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, তুংহাই নিটিং, বার্জার পেইন্টস, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।

আরও পড়ুন- ওরিয়ন ইনফিউশন দর বাড়ার শীর্ষে