প্রচ্ছদ ›› বাণিজ্য

দরপতনের শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২২ ১৫:৪৩:০১ | আপডেট: ৩ years আগে
দরপতনের শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট। বৃহস্পতিবার কোম্পানিটির দর কমেছে ৪ টাকা ৫০ পয়সা বা ৭.১৩ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ লাখ ৩৫ হাজার ১৯১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৫ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দর ৪ টাকা ৯০ পয়সা বা ৪.৭৯ শতাংশ কমেছে। সর্বশেষ ৯৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয় শেয়ারটি।

তৃতীয় স্থানে রয়েছে বিকন ফার্মা। কোম্পানিটির দর কমেছে ১১ টাকা ৫০ পয়সা বা ৪.৪৫ শতাংশ।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- স্কয়ার টেক্সটাইল, হাইডেলবার্গ সিমেন্ট, জুট স্পিনার্স, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স হাউজিং, ওরিয়ন ইনফিউশন, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।