সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮১টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে কমেছে ৫১টির আর অপরিবর্তিত ছিলো ৪৭ টি কোম্পানির শেয়ারদর।
এই তালিকা পর্যবেক্ষণে দেখা যায়, দর কমার শীর্ষে বেশিরভাগ কোম্পানিই ব্যাংক খাতের।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে স্যোসাল ইসলামী ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। এদিন টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে ব্যাংকটি। কোম্পানিটির শেয়ার দর কমেছে ০.৮০ টাকা বা ৫.৬৩ শতাংশ।
আরও পড়ুন- দর বাড়ার শীর্ষে বঙ্গজ লিমিটেড
লুজার তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের ২ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১.৯৮ শতাংশ, জিলবাংলা সুগারের ১.৯৫ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ১.৯৪ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১.৯৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ১.৮৫ শতাংশ, এক্সিম ব্যাংকের ১.৭৩ শতাংশ, ওয়ান ব্যাংকের ১.৭২ শতাংশ এবং ইসলামিক ফাইন্যান্সের শেয়ার দর ১.৬৯ শতাংশ কমেছে।