প্রচ্ছদ ›› বাণিজ্য

দর বাড়ার তালিকায় শীর্ষে বস্ত্র খাত

নিজস্ব প্রতিবেদক
১৩ জুন ২০২২ ১৬:৫০:৪৭ | আপডেট: ৩ years আগে
দর বাড়ার তালিকায় শীর্ষে বস্ত্র খাত
সংগৃহীত

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ। আর শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এ তালিকায় থাকা ১০ টির মধ্যে ৯ টিই ছিল বস্ত্র খাতের কোম্পানি।

দর বাড়ার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯.৭৩ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ২৪.৮০ টাকায়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে তসরিফা ইন্ড্রাস্ট্রিজ। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ৯০পয়সা বা ৯.৯৩ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২.৭০ টাকা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড, কাশেম ইন্ড্রাস্ট্রিজ,আনলিমা ইয়ার্ণ, সাফকো স্পিনিং মিলস, রহিম টেক্সটাইল, এইচআর টেক্সটাইল এবং মেট্রো স্পিনিং মিলস লিমিটেড।