সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে মধ্যে এস্কয়ার নিট কম্পোজিটের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সবশেষ ৩৯.৭০ টাকায় লেনদেন হয়।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হা-ওয়েল টেক্সটাইলের ৯.৮৯ শতাংশ, তশরিফার ৯.৩১ শতাংশ, এমবি ফার্মার ৮.৭৪ শতাংশ, শেফার্ডের ৭.৮৮ শতাংশ, জেএমআই হসপিটালের ৭.৭৩ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৬.৬৬ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৯৭ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের৫.৯৭ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের শেয়ার দর ৫.৯৩ শতাংশ বেড়েছে।