প্রচ্ছদ ›› বাণিজ্য

দর বাড়ার শীর্ষে রতনপুর স্টিল

নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট ২০২২ ১৬:০০:১০ | আপডেট: ৩ years আগে
দর বাড়ার শীর্ষে রতনপুর স্টিল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৭ টাকা ৩০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৯১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির ১ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পেপার প্রোসেসিং, রিজেন্ট টেক্সটাইল, বিডি মনোস্পুল পেপার, ইয়াকিন পলিমার, সামিট অ্যালায়েন্স পোর্ট, বিকন ফার্মা ও ওরিয়ন ফার্মা লিমিটেড।