প্রচ্ছদ ›› বাণিজ্য

দাম কমলো এলপিজির

নিজস্ব প্রতিবেদক
০২ অক্টোবর ২০২২ ১৬:৪৮:৫৫ | আপডেট: ২ years আগে
দাম কমলো এলপিজির

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তাপর্যায়ে ৩৫ টাকা কমেছে। ১২ কেজির সিলিন্ডারের এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। আগে এই দাম ছিল ১ হাজার ২৩৫ টাকা।

রোববার এলপিজির নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন এই দামের ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। তিনি জানান, সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।