প্রচ্ছদ ›› বাণিজ্য

দাম বাড়ছে মোবাইল ফোনের

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৩ ১৭:৫৬:১৭ | আপডেট: ২ years আগে
দাম বাড়ছে মোবাইল ফোনের

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশ করার সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে করে মোবাইল ফোনের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

এ ধরনের মোবাইল ফোনে এখন কোনো কর নেই। তবে আগামী অর্থবছরে স্থানীয়ভাবে উৎপাদিত হ্যান্ডসেটের ওপর ২ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া কমপক্ষে দুটি স্থানীয় কাঁচামালের তৈরি হ্যান্ডসেটের ক্ষেত্রে বিদ্যমান ৩ শতাংশ ভ্যাট বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়। একই সঙ্গে আমদানি করা যন্ত্রাংশ অ্যাসেম্বল করে তৈরি হ্যান্ডসেটের ওপর ভ্যাট ৩ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশ করা হবে।