টানা ৪ দিন সূচকের পতনের পর গতকাল ফের ঘুরে দাঁড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এরই ধরাবাহিকতায় বুধবারও অব্যাহত ছিল সূচকের উত্থান। এদিন ৯৩ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, এতে এক লাফে সূচকের উত্থান হয়েছে ১৫৫ পয়েন্ট।
আজ লেনদেনে কেবল মিউচ্যুয়াল ফান্ড বাদে সব কোম্পানির শেয়ারের দরই বেড়েছে। লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৬৩০ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩০ পয়েন্ট কমে লেনদেন শেষ হয় ১ হাজার ৪২৯ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৪১ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ৪১৫ পয়েন্টে।
এদিন, ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩০ কোটি টাকার শেয়ার ও ইউনিট। গতকাল লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি টাকা।
বুধবার ডিএসইতে হাতবদল হওয়া ৩৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৬৫টির, কমেছে ৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের দর।