স্মারক স্বর্ণ মুদ্রা বক্সসহ ৭২ হাজার টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধিজনিত কারণে স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক মুদ্রিত তিন ধরনের স্মারক স্বর্ণ মুদ্রা রয়েছে। এর মধ্যে- ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।
প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের ১০ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে প্রস্তুত করা। এসব স্বর্ণ মুদ্রা বক্সসহ প্রতিটির বিক্রয়মূল্য ৭২ হাজার টাকা পুনঃনির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।