প্রচ্ছদ ›› বাণিজ্য

দুই সপ্তাহ পর হাজার কোটি ছাড়ালো লেনদেন

নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২২ ১৫:২৩:৫২ | আপডেট: ৩ years আগে
দুই সপ্তাহ পর হাজার কোটি ছাড়ালো লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ১৪ দিন পর ১ হাজার কোটি টাকার ঘর ছাড়ালো লেনদেন। এদিন, টেক্সটাইল, ব্যাংক, আইটি ও বিমা খাতের ওপর ভর করে সূচকের উত্থান হয়েছে। তবে, চামড়া ও পাট খাতের একটি কোম্পানির দামও বাড়েনি।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ১ হাজার ৫০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। এরপর থেকে কমতে থাকে লেনদেনের পরিমাণ। এরই ধারাবহিকতায় গত ৩ মার্চ লেনদেন নেমে আসে ৬৪৪ কোটি টাকায়, যা চলতি বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬১ কোটি ২০ লাখ টাকার। যা গতকালের চেয়ে ২৮৮ কোটি টাকা বেশি। গতদিন লেনদেন হয়েছিল ৭৭৩ কোটি টাকার।

লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৬৬৮ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট বেড়ে লেনদেশ শেষ হয় ১ হাজার ৪৩৫ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে পৌঁছায় ২ হাজার ৪২৪ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে হাতবদল হওয়া ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দর।