পরপর দুই কর্মদিবস পতনের পর সোমবার ঘুরে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। লেনদেন শুরুর পর পরই এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার এবং ইউনিটের দাম ঊর্ধ্বমুখী দেখা যায়।
লেনদেন শুরুর সোয়া ১ ঘণ্টার মাথায় কর্পোরেট বন্ড ছাড়া বাকি সব খাতের শেয়ারের দাম ৭০ থেকে শতভাগ বেড়েছে।
দাম বৃদ্ধির তালিকায় রয়েছে- জীবন বিমা, বিমা, তেল ও বিদ্যুৎ, অর্থনৈতিক প্রতিষ্ঠান, পেপার অ্যান্ড প্রিন্টিং।
এছাড়াও, খাদ্য, টেনারি, আইটি, সেবা ও আবাসন, টেলিকমিউনিকেশন, সিরামিকস, জুট খাতের দামও বেড়েছে।
এ সময়ে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৭৫৪ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৪ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৯৩ পয়েন্টে।
এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৯৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার।