পুঁজিবাজারের প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস দেশে এলপিজি ও সিএনজি চালিত থ্রি-হুইলার (অটো রিকশা) তৈরি শুরু করেছে।
শনিবার ময়মনসিংহের ভালুকায় রানার অটোমোবাইলস ম্যানুফ্যাকচারিং কারখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
কারখানাটিতে এলপিজি ও সিএনজি চালিত থ্রি-হুইলার উৎপাদন করবে রানার অটোমোবাইলস পিএলসি। এর মাধ্যমে বাংলাদেশে প্রথম কোনো আন্তর্জাতিক থ্রি-হুইলার ব্র্যান্ডের ম্যানুফ্যাকচারিং কারখানার পথচলা শুরু হলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া ও বাজাজ অটোর চেয়ারম্যান কে এস গিরাপথি।
রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুবীর কুমার চৌধুরী অতিথিদের কারখানা পরিদর্শনসহ সার্বিক আয়োজনের তত্ত্বাবধান করেন। তিনি বলেন, ‘আমরা আজ থ্রি-হুইলার শিল্পে পা রাখলাম। আশা করছি, মোটরসাইকেলের মতো এই শিল্পেও আমরা সাফল্য অর্জন করবো।’
রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘আজ বড় আনন্দের দিন। দেশে প্রথম থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং কারখানার যাত্রা শুরু করলাম। আর এই যাত্রাকে বাস্তবে রূপ দেয়ার জন্য সরকারের শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক ও জনপথ অধিদপ্তর, ব্যাংকসহ সব কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগ সহযোগিতা করেছেন। তাদের হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমিতে গড়ে ওঠা রানারের ম্যানুফ্যাকচারিং কারখানা প্রতিবছর প্রায় ৩০ হাজার গাড়ি উৎপাদন করতে সক্ষম। বাজাজ অটোর প্রযুক্তিগত সহযোগিতায় ইঞ্জিনের কিছু উপাদান ছাড়াও ওয়েন্ডিং, চ্যাসিস, বডি ও কোয়ালিটি কন্ট্রোলসহ অধিকাংশ যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি হবে। এর ফলে ৩০০ মানুষের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।’