প্রচ্ছদ ›› বাণিজ্য

দেশে চালু হচ্ছে পেপ্যাল

নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২১ ২০:৪২:৫৭ | আপডেট: ৩ years আগে
দেশে চালু হচ্ছে পেপ্যাল

দেশে চালু হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেম পেপ্যাল। চলতি বছরের ডিসেম্বরে এ পেমেন্ট সিস্টেম চালু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'ওয়ালটন যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে ইলেকট্রনিক্স খাত রপ্তানি আয়ের ক্ষেত্রে তৈরি পোশাক খাতকে ছাড়িয়ে যাবে।' 

তিনি আরও বলেন, 'বাংলাদেশে তৈরি কোম্পানি প্রতিটি খুচরা যন্ত্রাংশ নিজেরাই তৈরি করে ওয়ালটন। এ খাতে ওয়ালটনের অবদান ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে সহায়তা করবে।'

এসময় ওয়ালটনের ফ্রিজ, মেটাল কাস্টিং, কম্প্রেসার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এলইডি টেলিভিশন, কম্পিউটার ল্যাপটপ, মোবাইল ফোন এবং গৃহস্থালি যন্ত্রপাতি ইউনিট পরিদর্শন করেন সালমান এফ রহমান। 

ওয়ালটনের এমডি ও সিইও গোলাম মুর্শেদ বলেন, "ওয়ালটনের পণ্য বিশ্বের ৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। এর মধ্যে রেফ্রিজারেটর বাজারের ৭৫ শতাংশ, এসির ৫০ শতাংশ এবং টিভি বাজার ৪০ শতাংশ। ওয়ালটন পণ্যে ভোক্তাদের আস্থা আছে।"