পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্টের ২০২৩ অর্থবছরের প্রথামার্ধে আয় কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জুলাই-ডিসেম্বর ২০২২ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৩ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ৭৪ পয়সা। ২০২৩ অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৭৬ টাকা ২২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭২ টাকা ২৪ পয়সা।
কোম্পানিটি তার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে বলেছে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের উচ্চ মূল্য এবং বৈদেশিক মুদ্রার অবমূল্যায়নের ফলে গতবছরের তুলনায় এ বছরের আয় কমেছে। পাশাপাশি সহযোগী কোম্পানি থেকে লাভের অংশ বৃদ্ধির কারণে শেয়ার প্রতি সম্পদ মূল্য বেড়েছে।
কোম্পানিটি তার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে বলেছে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের উচ্চ মূল্য এবং বৈদেশিক মুদ্রার অবমূল্যায়নের ফলে গতবছরের তুলনায় এ বছরের আয় কমেছে। পাশাপাশি সহযোগী কোম্পানি থেকে লাভের অংশ বৃদ্ধির কারণে শেয়ার প্রতি সম্পদ মূল্য বেড়েছে।