প্রচ্ছদ ›› বাণিজ্য

ধামাকা শপিংয়ের কোন লাইসেন্স ও একাউন্ট ছিল না: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২১ ২০:৫২:২১ | আপডেট: ৩ years আগে
ধামাকা শপিংয়ের কোন লাইসেন্স ও একাউন্ট ছিল না: র‌্যাব

কোন ট্রেড লাইসেন্স ছাড়াই ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ধামাকা শপিং’ লেনদেন করতো বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার বিকেলে র‌্যাবের কারওয়ান বাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ধামাকা শপিংয়ের কোন ট্রেড লাইসেন্স নেই। তারা কৌশলে ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের একাউন্টের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করেছে। এখন পর্যন্ত সেখানে প্রায় ৭৫০ কোটি টাকা লেনদেন হয়েছ।’

এর আগে প্রতারণার অভিযোগ রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ধামাকা শপিংয়ের চিফ অপারেটিং অফিসারসহ তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

এর আগে ২৩ সেপ্টেম্বর একজন গ্রাহকের অভিযোগে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় এই ই-কমার্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে একটি মামলা করা হয়েছিল।