মেহেদী হাসান
নগদ লিমিটেডের নামে ব্যাংকে ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব খোলার আগে বাংলাদেশ ডাক বিভাগ ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।
সম্প্রতি ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই চিঠির এক অনুলিপি দ্য বিজনেস পোস্টে'র হাতে এসেছে।
ব্যাংকের পরিভাষায়, ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব মানে যেখানে ইস্যুকৃত ইলেকট্রনিক মুদ্রার বিপরীতে গ্রাহকের অর্থ জমা রাখা হয় বা ওই হিসাব পরিচালনার জন্য অনুমোদিত প্রতিষ্ঠানের সেবাগ্রহীতার অর্থ জমা রাখা হয়।
মোবাইলে আর্থিক সেবা ‘নগদ’ এত দিন পরিচালনা করছিল থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড। সম্প্রতি থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড নাম পরিবর্তন করে ‘নগদ লিমিটেড’ হয়েছে। তবে এখনও মালিকানায় বাংলাদেশ ডাক বিভাগের কোনো অংশ নেই।
কেন্দ্রীয় ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'আনুষ্ঠানিকভাবে, আমাদের জানানো হয়নি যে কোম্পানি তার নাম পরিবর্তন করে নাগাদ লিমিটেড করা হয়েছে। তাই কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।'