আব্দুর রাজ্জাক সোহেল
বিসিকে উৎপাদিত এবং স্থানীয়ভাবে তৈরি পণ্যকে দেশীয় এবং বৈশ্বিক বাজারে প্রচারের জন্য একটি ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।
প্রকল্পের অধীনে স্থানীয় কুটির শিল্প, ক্ষুদ্র এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য দেশ ও বিদেশে ক্রেতাদের কাছে প্রদর্শন করার জন্য একটি সাধারণ ডিজিটাল প্ল্যাটফর্ম পাবে।
একইসাথে বিসিক থেকে প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তারাও তাদের পণ্য এই প্ল্যাটফর্মে প্রদর্শন করতে পারবে।
দেশের যেকোনো ক্ষুদ্র এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা নিবন্ধনের পর এ প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করতে পারে।
দ্য বিজনেস পোস্ট'কে বিষয়টি নিশ্চিত করেন বিসিক চেয়ারম্যান মোস্তাক হাসান।
তিনি বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন আনুষ্ঠানিকভাবে ই-কমার্স প্ল্যাটফর্মটি উদ্বোধন করবেন।
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ক্রেতারা দৈনন্দিন প্রয়োজনীয় থেকে শুরু করে বিলাসবহুল পণ্য এবং স্থানীয়ভাবে তৈরি জিনিসপত্র এই প্ল্যাটফর্মে খুঁজে পাবেন। এছাড়া মোবাইল পেমেন্ট সুবিধা দেওয়ার পাশাপাশি এখানে থাকছে দ্রুত ডেলিভারির ব্যবস্থা।
এমনকি বিসিকের ই-কমার্স প্ল্যাটফর্মে একাধিক মুদ্রায় (যেমন বাংলাদেশি টাকা এবং মার্কিন ডলার) লেনদেন করার জন্য একাধিক বিকল্প থাকবে বলে জানা গেছে।