প্রচ্ছদ ›› বাণিজ্য

পণ্য আমদানি: জুলাইয়ে এলসি নিষ্পত্তি কমেছে ৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২২ ১৭:২০:১৬ | আপডেট: ৩ years আগে
পণ্য আমদানি: জুলাইয়ে এলসি নিষ্পত্তি কমেছে ৯ শতাংশ

জুলাইয়ে বিদেশ থেকে পণ্য আমদানিতে নতুন ঋণপত্র (এলসি) নিষ্পত্তি ৯ শতাংশ কমে ৬.৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, জুলাই মাসে এলসি খোলার পরিমাণ ৩০.২০ শতাংশ কমে ৫.৪৭ বিলিয়ন ডলার হয়েছে, যা জুনে ছিল ৭.৯ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমদানি পরিশোধ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক উদ্যোগের কারণে জুলাই মাসে এলসি নিষ্পত্তি কমেছে।