সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। সেই সাথে কমেছে লেনদেন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
এদিন ডিএসইতে ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২ কোটি ৮৬ লাখ টাকা বেশি।
বৃহস্পতিবার ডিএসইতে ৫৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ বেশিরভাগ খাতে দরপতন হলেও বিবিধ ও ওষুধ খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
এ দিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২০.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৪.২৮ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৬.২৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৬৭.৫৬ পয়েন্টে।