প্রচ্ছদ ›› বাণিজ্য

পদ্মা ব্যাংকের ধানমন্ডির স্থানান্তরিত শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
০৯ অক্টোবর ২০২১ ১৭:৪০:৫৭ | আপডেট: ৩ years আগে
পদ্মা ব্যাংকের ধানমন্ডির স্থানান্তরিত শাখার উদ্বোধন

পদ্মা ব্যাংকে বিদেশি বিনিয়োগের অংশীদারিত্বে পুঁজির বিকাশ ঘটার সম্ভাবনার দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। গুজবে কান না দিয়ে গ্রাহকদের প্রতি নিশ্চিন্তে পদ্মা ব্যাংক-এ আধুনিক ব্যাংকিং করার আহ্বান জানান তিনি।

স্থানান্তরিত ধানমন্ডি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ও গ্রাহক সভায় ব্যাংটির এমডি ও প্রধান নির্বাহী এসব কথা বলেন। 

তিনি বলেন, শুধু মাত্র গ্রাহকদের আস্থাকে পুজি করে ঘুরে দাড়িয়ে ভালোর পথে হাটছে চতুর্থ প্রজন্মের আর্থিক এ প্রতিষ্ঠানটি। তাই ব্যাংকটিকে শীর্ষে এগিয়ে নিয়ে যেতেও গ্রাহকদের পাশে থাকার অনুরোধ করেন তিনি। এ সময় এহসান খসরু পদ্মা-ওয়ালেট, পদ্ম-আই ব্যাংকিং, নারী গ্রাহকদের জন্য পদ্মাবতী ও পদ্মা প্রতিদিন-সহ ব্যাংকের বিভিন্ন আধুনিক প্রোডাক্ট গ্রাহকদের সামনে তুলে ধরেন।

শনিবার ধানমন্ডিতে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পদ্মা ব্যাংক এর চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন এবং ধানমন্ডি শাখা প্রধান শ্যামল দত্ত।

আধুনিক ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে সম্প্রতি ধানমন্ডির দুই নম্বর সড়ক থেকে ৫/এ-বিকল্প টাওয়ারে নিজেদের শাখা স্থানান্তর করেছে ব্যাংকটি। সবধরনের আধুনিক ব্যাংকিং সেবা এ শাখায় পাওয়া যাবে বলে জানান কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, পদ্মা ব্যাংক-এর মানবসম্পদ বিভাগের প্রধান এম আহসান উল্লাহ খান, এসইভিপি হেড অফ আরএএমডি এন্ড ল’ ফিরোজ আলম,সিএফও মো. শরিফুল ইসলাম, বিজনেস হেড খন্দকার জীবানুর রহমান-সহ ব্যাংকের অন্যান্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৮টি শাখার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।