প্রচ্ছদ ›› বাণিজ্য

পর্যটকদের জন্য ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত সুন্দরবন

নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট ২০২১ ১৪:৪৩:৫৩ | আপডেট: ৩ years আগে
পর্যটকদের জন্য ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত সুন্দরবন

কোভিড -১৯ বিধিনিষেধের কারণে প্রায় ৫ মাস বন্ধ থাকার পর আগামী ১ সেপ্টেম্বর থেকে বিশ্বের বড় ম্যানগ্রোভ বন এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সুন্দরবন পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।

রোববার বন বিভাগ এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড এ তথ্য নিশ্চিত করেছেন।

কিছু নিয়ম ও শর্ত সাপেক্ষে সুন্দরবন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার বলেন, মন্ত্রিসভা অনুমোদন দেওয়ায় 'সুন্দরবন ভ্রমণ' নীতি অনুসরণ করে ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

কিছু নতুন নিয়ম ও শর্ত মেনে চলার কথা উল্লেখ করে তিনি বলেন, “একটি লঞ্চে ৭৫ জনের বেশি যাতায়াত করতে পারবেন না। সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যথাযথ স্যানিটাইজার সরবরাহ থাকতে হবে।''

বন বিভাগ যে কোনো ট্যুর অপারেটরের বিরুদ্ধে অধিকতর পর্যটক বহন বা পরিবেশ নষ্ট করার কারণে আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান মিহির কুমার।

গত বছরের ২৬ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ বিধিনিষেধের মধ্যে সরকার সুন্দরবনে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

পরিস্থিতির উন্নতি হলে ২০২০ সালের ১ নভেম্বর থেকে আবারও শুরু হয়েছিল।

তবে ভারতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ধরন চিহ্নিত হওয়ায় এ বছরের ৩ এপ্রিল থেকে সংক্রমণের বিস্তার রোধে সুন্দরবনে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়াতে উন্মুক্ত করা হচ্ছে সুন্দরবন।