প্রচ্ছদ ›› বাণিজ্য

পারস্পরিক উন্নয়নে এটিপিএফ-কে যৌথ প্রকল্প চালুর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২২ ২১:৩৮:৩১ | আপডেট: ২ years আগে
পারস্পরিক উন্নয়নে এটিপিএফ-কে যৌথ প্রকল্প চালুর আহ্বান
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ছবি)

এশিয়ান ট্রেড প্রমোশন ফোরামের (এটিপিএফ) সদস্য দেশগুলোর সুবিধার জন্য যৌথভাবে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এশিয়ার ২৩টি দেশ নিয়ে গঠিত এটিপিএফ। এর লক্ষ্য হল সদস্য দেশগুলোর মধ্যে তথ্য বিনিময়,  প্রকল্প বাস্তবায়ন এবং যোগাযোগ শক্তিশালী করে বাণিজ্য বৃদ্ধি করা।

বুধবার ঢাকার একটি হোটেলে এটিপিএফের দুই দিনব্যাপী ৩৫তম সিইও সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রায় ৪০০ কোটি মানুষের আবাসস্থল। এর সদস্য দেশগুলোতে ব্যবসা সম্প্রসারণের সম্ভাব্য বাজার রয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এই ফোরাম এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের অর্থনীতি দ্রুত অগ্রসর হচ্ছে এবং এটি এখন প্রতিটি খাতে দৃশ্যমান।

তিনি বলেন, বাংলাদেশের পর্যাপ্ত দক্ষ জনশক্তি এবং প্রায় ১৭ কোটি মানুষের একটি বড় বাজার রয়েছে।  ভারত ও চীন প্রতিবেশী হিসেবে থাকার সুবিধাও রয়েছে।

বাংলাদেশে স্বল্প খরচে পণ্য উৎপাদন ও রপ্তানির সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার এখানে বিনিয়োগকারীদের আকর্ষণীয় পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) চেয়ারম্যান সাসাকি নোবুহিকো, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।