প্রচ্ছদ ›› বাণিজ্য

পিপলস ইন্স্যুরেন্সের বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২২ ১২:৪০:০৯ | আপডেট: ৩ years আগে
পিপলস ইন্স্যুরেন্সের বোর্ড মিটিংয়ের তারিখ ঘোষণা

আগামী ১৯ এপ্রিল পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এদিন কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

১৯ এপ্রিল দুপুর ২.১০ মিনিটে এ সভা শুরু হবে বলে জানিয়েছে কোম্পনিটি।

এছাড়াও, একই দিন জানুয়ারি থেকে মার্চ, প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে।

২০২০ সালে কোম্পানিটি ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।