সোমবার পুঁজিবাজারের লেনদেনের শুরুতে সব সূচক বেড়েছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে।
এদিন সকাল সাড়ে দশটা পর্যন্ত ডিএসইতে লেনদেনকৃত কোম্পানির মধ্যে ২৩৫ টির দর বেড়েছে, কমেছে ৪২ টির এবং অপরিবর্তীত ছিলো ৬৮টির শেয়ার দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আজ বীমা খাত সহ সব খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৬৬.৮১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৭৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০.৪৭পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৫.২২ পয়েন্টে এবং দুই হাজার ২০৪ দশমিক ০৫ পয়েন্টে।
এ সময়ে ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৯৮ লাখ টাকার।