বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারের স্বচ্ছতা নিশ্চিত ও বিনিয়োগকারীরা যেনো ক্ষতিগ্রস্ত না হয় তা নিয়েও কাজ করছে বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান।
বৃহস্পতিবার অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩ এর ‘কোম্পানি সুশাসন ও মানসম্পন্ন নিরীক্ষা প্রতিবেদন’ বিষয়ক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) এই সেমিনারের আয়োজন করা হয়।
এসময় তিনি বলেন, পুঁজিবাজারে ২০০৬ সালে কর্পোরেট সুশাসনের গাইডলাইন দেওয়া হয়। অডিট নিশ্চিতে আইসিএসবি সহ অন্যান্য প্রতিষ্ঠান কাজ করছে। এর ফলে ধীর ধীরে দেশের প্রতিষ্ঠানগুলোতেও সুশাসন নিশ্চিত হবে। দেশের উন্নত দেশগুলোও অনেক পরিশ্রম করে আসছে। এছাড়া সকল ক্ষেত্রে অটোমেশন চালুর ক্ষেত্রে কাজ করছি। এর মাধ্যমে সঠিকভাবে কাজ সম্পন্ন করা যাবে।
এবারের এক্সপোতে বিএসইসি, সিডিবিএল, বিআইসিএম, বিএএসএম, আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি, ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, লিস্টেড কো্ম্পানি, সম্পাদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানসহ ৩৫টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তিনদিনের এক্সপোতে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের বাইরে বিভিন্ন বিষয়ের উপর চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারে বিএসইসি, ডিএসই ও সিএসইর শীর্ষ কর্মকর্তা, খ্যাতনামা স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজার, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড ফিন্যান্সিয়াল এনালিস্ট প্রমুখ অংশ নিয়েছেন।