প্রচ্ছদ ›› বাণিজ্য

পুঁজিবাজারে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বিএসইসি’র

নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট ২০২২ ১৪:৪৩:৪২ | আপডেট: ৩ years আগে
পুঁজিবাজারে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বিএসইসি’র

ফ্লোর প্রাইস নিয়ে এক শ্রেণীর বিনিয়োগকারীরা বিভিন্ন গুজব ছড়িয়ে বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। যার নেতিবাচক প্রভাব পুঁজিবাজারে দেখা যাচ্ছে। তাই গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করতে এবং অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাজার পরিস্থিতি বিবেচনা করে গত ২৮ জুলাই ফ্লোর প্রাইস নির্ধারণ করে, যা ৩১ জুলাই থেকে কার্যকর হয়ে এখনও বলবৎ রয়েছে।

আরও পড়ুন- পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে চার নির্দেশনা

বিভিন্ন ফোরামে কমিশনের ফ্লোর প্রাইস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, যা কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি গোচর হয়েছে। কমিশন গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করছে এবং অতি দ্রুত তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

জানা গেছে, কমিশন কর্তৃক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে।