প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের পতনে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২২ ১৬:২০:৫৪ | আপডেট: ২ years আগে
সূচকের পতনে বেড়েছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে বেড়েছে লেনদেন।

সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসই'র প্রধান সূচক ৮ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৮৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৪২ পয়েন্টে।

আজ ডিএসইতে এক হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৫৮ কোটি ৮৯ টাকা বা প্রায় ২১ শতাংশ বেশি। গতকাল এই বাজারে এক হাজার ২৩৫ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছিল।

আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২০টির।