দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে ৩৩৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৪৫৩ কোটি ৭০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭৮৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
কারিগরি ত্রুটির কারণে আজ টানা ৩ ঘণ্টা লেনদেন বন্ধ ছিল। সাড়ে নয়টায ডিএসই,র লেনদেন স্বাভাবিকভাবে শুরু হলেও সকাল ১০ টা ৫৮ কারিগরি মিনিটে লেনদেন বন্ধ হয়ে যায়। এর পর দুপুর ২ টা ১০ মিনেটে লেনদেন শুরু হয়ে ২ টা ২৫ মিনিটে লেনদেন শেষ হয়।
আজ ডিএসই,র প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৭ পয়েন্টে।
ডিএসইএস ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ২ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৫টির।