পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) নতুন ব্যবসা করবে। এ কারণে কোম্পানিটি প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিআই প্রিমিও প্লাস্টিক লিমিটেডকে ডিমার্জার এবং মার্জারের বিষয়টি খসড়া প্রস্তাব অনুমোদন করেছে।
পাশাপাশি কোম্পানিটি ডাবর ইন্টারন্যাশনাল, ইউকে এর সাথে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কোম্পানি এশিয়ান কনজ্যুমার কেয়ার (প্রাঃ) লিমিটেড ছেড়ে আসছে। এই কোম্পানিতে থাকা নিজের সব শেয়ার বিক্রি করে দেবে এসিআই লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এসিআই মার্জারের মাধ্যমে প্রিমিয়াফ্লেক্সের প্যাকেজিং ব্যবসার সাথে যুক্ত হবে। কোম্পানিটি কোম্পানি আইন ১৯৯৪ অনুযায়ী শেয়ারহোল্ডারদের সম্মতি এবং উচ্চ আদালতের অনুমতি নিয়ে এসিআই প্রিমিও প্লাস্টিক লিমিটেডের সাথে ব্যবসা করতে পারবে।
অপরদিকে, এশিয়ান কনজ্যুমার কেয়ারের মোট শেয়ারের ২৪ শতাংশ এসিআই লিমিটেড ধারণ করছে, যার সংখ্যা ৮৪ লাখ ৮০ হাজার ১৮৭টি। শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।ধারণকৃত শেয়ারের পুরোটাই বিক্রি করে দেবে এসিআই। এর মাধ্যমে ৬০ কোটি টাকা পাওয়া যাবে। তবে কার কাছে ওই শেয়ার বিক্রি করা হচ্ছে, তা জানা যায় নি।