প্রচ্ছদ ›› বাণিজ্য

পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের অনুরোধ বাণিজ্য মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২১ ১৪:৩৫:১৬ | আপডেট: ৩ years আগে
পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের অনুরোধ বাণিজ্য মন্ত্রণালয়ের
ছবি: সংগৃহীত

পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নিত্যপণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত সভায় এ অনুরোধ জানানো হয়।

এছাড়া অপরিশোধিত সয়াবিন তেল, পাম তেল ও চিনির শুল্ক কমাতেও অনুরোধ করেছে মন্ত্রণালয়।

সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনলাইনে যুক্ত ছিলেন। এছাড়া এনবিআর, টিসিবি, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পাঁচ লাখ টন পেঁয়াজ দেশে মজুদ আছে। সেটা দিয়ে দুই থেকে আড়াই মাস চলার মতো অবস্থা আছে। নতুন পেঁয়াজ উঠতে এক মাস লাগবে। এই একমাস সহনীয় মাত্রায় রাখা যাবে।

বাণিজ্য সচিব বলেন, এনবিআরের কাছে চিঠি লিখেছেন যাতে পেঁয়াজ এর ৫ শতাংশ শুল্ক কমানো হয়। এ ছাড়া চিনির সম্পূরক শুল্ক ও অগ্রিম কর এবং ভোজ্য তেলের অগ্রিম কর প্রত্যাহারের জন্য এনবিআরের কাছে চিঠি দিয়েছেন। তিনি বলেন, বাজার দাম স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং করার নির্দেশনা দিয়েছেন।

 

 

সভার শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) বিভাগের অতিরিক্ত সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, এনবিআরের কাছে চিঠি লিখেছেন যাতে পেঁয়াজ এর পাঁচ শতাংশ শুল্ক কমানো হয়। এছাড়া চিনির সম্পূরক শুল্ক ও অগ্রিম কর এবং ভোজ্য তেলের অগ্রিম কর প্রত্যাহারের জন্য এনবিআরের কাছে চিঠি দেয়া হয়েছে।

আমদানি করা পেঁয়াজের কোয়ারেন্টিন পরীক্ষা দ্রুত শেষ করে আইপি ইস্যুকরণের জন্য কৃষি মন্ত্রণালয়কে অনুরােধ করা হয়েছে বলেও জানান তিনি।

সফিকুজ্জামান আরও বলেন, সম্প্রতি অত্যাবশ্যকীয় কয়েকটি পণ্যের (ভােজ্যতেল, চিনি, পেঁয়াজ ও মশুর ডাল) আন্তর্জাতিক মূল্যের প্রভাবে স্থানীয় বাজারে ঊর্ধ্বমূল্য পরিলক্ষিত হওয়ায় নিত্যপ্রয়ােজনীয় এ সব পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় পেঁয়াজ পরিবহনকারী ট্রাক চলাচলে যাতে জটলা সৃষ্টি না হয় সে জন্য স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে প্রতিদিন দুটি দল ঢাকাতে সিটি করপোরেশন এলাকায় গুরুত্বপূর্ণ বাজার তদারক করবে। আর সারা দেশে জেলা উপজেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় বাজার মনিটরিং অব্যাহত রাখা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, টিসিবি সেপ্টেম্বর মাস থেকে প্রতিদিন সারা দেশে ৪০০ ট্রাকে ১৪০ থেকে ১৫০ টন পেঁয়াজ বিক্রির কার্যক্রম চালাচ্ছে। এছাড়া ভারত ও তুরস্ক থেকে ১৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ ইতিমধ্যেই দেশে এসেছে। আরও পেঁয়াজ সংগ্রহ করতে দুটি আন্তর্জাতিক দরপত্র দেওয়া হয়েছে।