প্রচ্ছদ ›› বাণিজ্য

পোশাক কারখানার ন্যূনতম মজুরি বাড়িয়ে ১২,৫০০ টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর ২০২৩ ১৫:২৮:০০ | আপডেট: ১ year আগে
পোশাক কারখানার ন্যূনতম মজুরি বাড়িয়ে ১২,৫০০ টাকা করার প্রস্তাব

পোশাক কারখানার মালিকরা বাংলাদেশে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে একটি নতুন প্রস্তাব জমা দিয়েছেন, এ প্রস্তাবনায় পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা করার কথা বলা হয়েছে।

শ্রমিকরা এখন ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে ২৩ হাজার টাকা করার দাবি করছে।

মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে আলোচনা শুরু হয়। এতে শ্রমিকদের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম রনি। মালিকদের পক্ষে প্রতিনিধি ছিলেন সিদ্দিকুর রহমান।