প্রচ্ছদ ›› বাণিজ্য

পোশাক শিল্পখাত: দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করবে বিজিএমইএ-ইপিবি

নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২২ ১৯:১৪:৪১ | আপডেট: ৩ years আগে
পোশাক শিল্পখাত: দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করবে বিজিএমইএ-ইপিবি

পোশাক শিল্পখাতের শ্রমিক ও মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

বৃহস্পতিবার রাজধানীর ইপিবি কার্যালয়ে এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে বিজিএমইএ ও ইপিবি। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইপিবি'র মহাপরিচালক (ডিজি) মাহবুবুর রহমান ও বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

চুক্তি অনুযায়ী, পোশাক শিল্পখাতে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শ্রমিক ও কর্মচারীদের দক্ষতা উন্নয়নের জন্য ৩ বছরব্যাপী প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চালানো হবে।

কারখানাগুলোতে কর্মরত পোশাক শ্রমিক ও মধ্যম স্তরের ব্যবস্থাপকদের দক্ষতা উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য ইপিবি’কে ধন্যবাদ জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, পোশাক শিল্পে দক্ষ শ্রমিক বিশেষ করে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের চাহিদা দিনে দিনে বাড়ছে। এ বিষয়ে যথাযথ মনোযোগ প্রদান এবং আরও উদ্যোগের প্রয়োজন।

তিনি আরও বলেন, শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধির অন্যতম সেরা বিকল্প হলো প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শ্রমিকদের দক্ষতার উন্নয়ন ঘটানো।

এসময় বাংলাদেশের রপ্তানি আয়ে অসামান্য অবদান রাখার জন্য পোশাক শিল্পকে অভিনন্দন জানান ইপিবি'র ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।

তিনি বলেন, পোশাক শিল্পের প্রসার ও বাজার অন্বেষণে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে ইপিবি।

২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি ৫২.০৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এককভাবে ৪২.৬১ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে পোশাক শিল্প।