প্রচ্ছদ ›› বাণিজ্য

প্রগতি ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৩ ১৯:৪২:৪০ | আপডেট: ২ years আগে
প্রগতি ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড দিবে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

কোম্পানির সর্বশেষ পরিচালনা পর্ষদের সভা থেকে আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশের সুপারিশ করা হয়। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ১০ মে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত ২০২২ হিসাব বছরে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৭২ পয়সা।

গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা শূন্য ১ পয়সায়। আগের হিসাব বছরে এর পরিমাণ ছিল ৫৭ টাকা ৩২ পয়সায়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৮ জুন বেলা সাড়ে ১১টায়।