প্রচ্ছদ ›› বাণিজ্য

প্রথম কর্মদিবসে ঊর্ধ্বমুখী ডিএসই’র সূচক

নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২১ ১৫:৫১:৩০ | আপডেট: ৩ years আগে
প্রথম কর্মদিবসে ঊর্ধ্বমুখী ডিএসই’র সূচক

সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে আরও নতুন উচ্চতায় উঠেছে।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসইতে রোববার ২ হাজার ৪৩৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৬৩ কোটি ৫ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৫০২ কোটি ৩০ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৫৬ পয়েন্টে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর সর্বোচ্চ অবস্থান।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, দর কমেছে ২১৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির।