দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শুরুতেই টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস ও ব্যাংকের মতো প্রধান খাতের কোম্পানিগুলোর দরপতন হয়েছে । এতে আরও কমেছে সূচক।
এছাড়া, সেবা ও আবাসন, ট্যানারি, ভ্রমণ এবং কর্পোরেট বন্ড খাতের একটি কোম্পানির দামও বাড়েনি।
লেনদেনের ১ ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট কমে অবস্থান করে ৬ হাজার ৬০৯ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৪২৫ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ৪২৫ পয়েন্টে।
এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৯৬ কোটি টাকার।