প্রচ্ছদ ›› বাণিজ্য

প্রাণ-আরএফএলের শিল্পপার্কে এডিবি’র ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২২ ১৪:০১:০০ | আপডেট: ২ years আগে
প্রাণ-আরএফএলের শিল্পপার্কে এডিবি’র ভাইস প্রেসিডেন্ট

নরসিংদীতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট অশোক লাভাসা’র নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল।

শুক্রবার ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা।

অশোক লাভাসা এডিবি’র প্রাইভেট সেক্টর অপারেশনস এবং পাবলিক-প্রাইভেটপার্টনারশিপ বিভাগের ইনচার্জ। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশে নিযুক্ত এডিবি’র কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। এসময় প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী ও গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী কারখানার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

কারখানা পরিদর্শনকালে এডিবি প্রতিনিধিদল উৎপাদন প্রক্রিয়ার সার্বিক কর্মকাণ্ড দেখে প্রাণ-আরএফএল গ্রুপের প্রশংসা করেন।

এসময় তারা বাংলাদেশে অধিক কর্মসংস্থান তৈরি ও টেকসই ব্যবসায়ের জন্য আগামী দিনে প্রাণ এর সাথে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, “এ ক্রান্তিকালে এডিবি প্রতিনিধিদলের আগমন অত্যন্ত ইতিবাচক ও আনন্দের। এডিবি’র অর্থায়ন দেশের রপ্তানি বহুমুখীকরণে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পের সম্প্রসারণে আমরা এডিবির কাছ থেকে আরও বেশি কারিগরী সহযোগিতা পাওয়ার ব্যাপারে আশাবাদী ।

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, কৃষি খাতের টেকসই উন্নয়ন ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় ও দক্ষতা বাড়াতে বিভিন্ন সময় প্রাণ গ্রুপকে অর্থায়ন করেছে এডিবি। ২০১২ সাল থেকে এডিবি তিন দফায় প্রাণ গ্রুপে ৪৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে।