প্রচ্ছদ ›› বাণিজ্য

প্রিমিয়ার ব্যাংকের অর্ধবার্ষিক কুপন রেট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
০৭ জুন ২০২২ ১২:১৪:০১ | আপডেট: ৩ years আগে
প্রিমিয়ার ব্যাংকের অর্ধবার্ষিক কুপন রেট অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টির ৯ দশমিক ৯৯ শতাংশ হারে প্রথম ছয় মাসের কুপন পেমেন্ট অনুমোদন করেছে।

২৭ ডিসেম্বর, ২০২১ থেকে ২৬ জুন, ২০২২ সময়ের অথাৎ প্রথম ৬ মাসের এ কুপন পেমেন্টের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুনে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই বন্ড থেকে সংগৃহীত অর্থ দিয়ে তালিকাভুক্ত ব্যাংকটি তার অতিরিক্ত টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

২০২১ সালের নভেম্বরে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি প্রিমিয়ার ব্যাংককে চিরস্থায়ী বন্ড ইস্যু করার মাধ্যমে ২০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয়।

এমটিবি ক্যাপিটাল লিমিটেড বন্ডের ট্রাস্টি, ইউসিবি ক্যাপিটাল লিমিটেড ইস্যু ম্যানেজার এবং বন্ডের আন্ডাররাইটার হিসেবে কাজ করে।

প্রিমিয়ার ব্যাংক ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।