প্রচ্ছদ ›› বাণিজ্য

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহে ভাটা

নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২২ ২০:২৪:৩৯ | আপডেট: ৩ years আগে
ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহে ভাটা

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সপ্রবাহে ফের ভাটা পড়েছে। গত ডিসেম্বর ও জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও ফেব্রুয়ারিতে কমেছে।

ব্যাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। যা জানুয়ারি মাসের চেয়ে ১২ দশমিক ২ শতাংশ কম এবং গেল বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ কম।

রেমিট্যান্স গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় থাকলেও ডিসেম্বর-জানুয়ারি সময়ে এটি বাড়তে শুরু করে।

রেমিট্যান্সপ্রবাহ বাড়াতে ২০১৯-২০ অর্থবছর থেকে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দিয়ে আসছিল সরকার। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে তা বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে।