প্রচ্ছদ ›› বাণিজ্য

ফের হাজার কোটির নিচে নামলো লেনদেন

নিজস্ব প্রতিবেদক
১২ মে ২০২২ ১৫:০৭:০৮ | আপডেট: ৩ years আগে
ফের হাজার কোটির নিচে নামলো লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতনে শেষ হয়েছে লেনদেন। গতকালের মতো এদিনও পতন হয়েছে তিনটি সূচকেরই। তিন দিন ১ হাজার কোটির উপরে লেনদেন হলেও ফের হাজারের নিচে নামেছে লেনদেনর পরিমাণ।

আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ৫৬৫ পয়েন্টে নেমে দাঁড়ায়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৪৩২ এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমে পৌঁছায় ২ হাজার ৪০৬ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮২৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। যা গতকালের চেয়ে ৩১২ কোটি টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৩১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার।

এর আগে গত ৯ মে লেনদেন বেড়ে পৌঁছায় ১ হাজার ২০৮ কোটিতে, ১০ মে আরও বেড়ে ১ হাজার ২৫৮ কোটিতে, এরপর কিছুটা কমে ১১ মে লেনদেন হয় ১ হাজার ১৩৫ কোটি ৭০ লাখ টাকার।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।