প্রচ্ছদ ›› বাণিজ্য

বঙ্গবন্ধু যুব ঋণ নিয়ে কর্মসংস্থান ব্যাংকের সভা

নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২১ ১৪:৫৪:১৫ | আপডেট: ৩ years আগে
বঙ্গবন্ধু যুব ঋণ নিয়ে কর্মসংস্থান ব্যাংকের সভা

বঙ্গবন্ধু যুব ঋণ সংক্রান্ত মতবিনিময় সভা করেছে কর্মসংস্থান ব্যাংক ফেনী শাখা।

শুক্রবার আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

ব্যাংকের চট্টগ্রাম বিভাগের উপমহাব্যবস্থাপক মো: আব্দুর রহিমের সভাপতিত্ব মতবিনিময় সভায় ব্যাংকের নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, সকল শাখা ব্যবস্থাপক ও ২য় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীতে দেশের প্রশিক্ষিত বেকার যুবদের আত্নকর্মসংস্থান সৃজনের লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক প্রবর্তিত বঙ্গবন্ধু যুব ঋণ বিতরনের বিষয়ে প্রধান অতিথি বিশেষ গুরত্ব আরোপ করেন। এছাড়া সভায় ব্যাংকের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।