প্রচ্ছদ ›› বাণিজ্য

বছরের শেষ সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৬. ৩৩ শতাংশ

আনিসুর রহমান সুমন
৩১ ডিসেম্বর ২০২২ ১৬:৫০:৪৬ | আপডেট: ২ years আগে
বছরের শেষ সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৬. ৩৩ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০২২ সালের শেষ সপ্তাহে (২৬-২৯ ডিসেম্বর)  আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ৩৬.৩৩ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৭২৩ কোটি ৩ লাখ ৬৬ হাজার ২০৮ টাকার লেনেদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৬৮১ কোটি ২০ লাখ ৭ হাজার ৬৫২ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সে হিসেবে ডিএসইতে আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ৩৬.৩৩ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

১০ কোম্পানির দখলে মোট লেনদেনের ৩২.৪৮ শতাংশ

বিদায়ী সপ্তাহে ডিএসই’র মোট লেনদেনের  ৩২.৪৮ শতাংশ সম্পন্ন করেছে ১০ টি কোম্পানি। 

কোম্পানিগুলো হলো

ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, মুন্নু সিরামিক লিমিটেড, ওরিয়ন ফার্মা, বসুন্ধরা পেপার মিলস, জেনেক্স ইনফোসিস, সি পার্ল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রগতি লাইফ ইন্স্যুরেস্ন এবং এডিএন টেলিকম লিমিটেড।

এ তালিকার শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৫৪ কোটি ৫৪ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের ডিএসই’র মোট লেনেদেনের ৫.০৯ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৫১ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহের ডিএসই’র মোট লেনদেনের ৪.৭৯ শতাংশ ছিল এ কোম্পানির দখলে।

মুন্নু সিরামিক রয়েছে এ তালিকার তৃতীয় স্থানে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৪৪ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ পরিমাণ লেনেদেন ডিএসই;র গত সপ্তাহের মোট লেনদেনের ৪.১৫ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ৩.৪১ শতাংশ, বসুন্ধরা পেপারের ৩.৪১ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৩.০১ শতাংশ, সি পার্লের ২.৬২ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২.২৬ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২.১৯ শতাংশ এবং এডিএন টেলিকমের ১.৭০ শতাংশ লেনদেন হয়েছে।